গত সপ্তাহে গালওয়ান উপতক্যায় ভারত-চীন সংঘর্ষে নিহত এক কর্নেলসহ ২০ জন ভারতীয় সেনার বদলা নিতে লাদাখের উদ্দেশে রওনা দিল আলিগড়ের ১০ কিশোর। যদিও ভারত-চীন সীমান্তের কাছে পৌঁছানোর আগেই তাদের বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দেয় পুলিশ। তাদের কারও বয়স ৭, কারও বয়স ১০ বা ১১। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় জেলার গাবহানা পুলিশ থানার অধীন আমরাদপুর গ্রামে। আলিগড়ের বাসিন্দা ওই ১০ কিশোর নিজেরাই ঠিক করে যে চীনা সেনাবাহিনীর হাতে নিজেদের দেশের সেনাবাহিনীর মৃত্যুর প্রতিশোধ নেবে। এরপরই প্রত্যেকেই ঘর ছেড়ে বেরিয়ে পড়ে তারা। প্রথমে এক জায়গায় তারা জড়ো হয়ে, সেখান থেকে মার্চ-পাস্ট করে লাদাখের উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পরই রাস্তা দিয়ে দৌড়াতে দেখে গাবহানা থানার পুলিশের সন্দেহ হয় এবং তাদের পথ আটকায়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তখনই তারা প্রত্যেকেই পুলিশকে জানায় চীনকে উচিত শিক্ষা দিতেই তারা গালওয়ান উপত্যকার দিকে যাচ্ছে। গোটা ঘটনা শুনে তাজ্জব হয়ে যায় পুলিশ। তাদের এই দেশপ্রেমকে পুলিশের কর্মকর্তারা স্তম্ভিত হলেও পরে ওই কিশোরদের বুঝিয়ে বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করেন এবং পড়াশোনায় মনোযোগ দেয়ার করার কথা বলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct