সরকারি চিকিৎসা পেতে আর্থিক সুবিধা চাওয়ার অভিযোগ উঠেছে বরিশাল জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। সরকারিভাবে ওষুধের সরবরাহ নেই বলে তারা চিকিৎসা নিতে আসা মানুষের কাছ থেকে নানাভাবে আর্থিক সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। যদিও সরকারি চিকিৎসা পরিষেবায় কোন আর্থিক সুবিধা চাওয়া অনৈতিক এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন। সকালে নগরীর কাশীপুর ৩০ নম্বর ওয়ার্ডের মো. সৈয়দ হাওলাদারের ১১ মাস বয়সের শিশু কন্যা শর্মিলা আক্তারের বাম হাত ভেঙে যায়। শর্মিলাকে নিয়ে বরিশাল জেনারেল হাসপাতালে যান তার বাবা সৈয়দ হাওলাদার। তিনি জানান, আহত শিশু মেয়েকে নিয়ে জরুরী বিভাগে গেলে সেখান থেকে তাকে জরুরী মেডিকেল অফিসারের কাছে পাঠানো হয়। জরুরী মেডিকেল অফিসার শিশুটির ভাঙা হাত এক্স-রে করতে দেন। এক্স-রে রিপোর্ট নিয়ে ফের জরুরী বিভাগের মেডিকেল অফিসারের কাছে গেলে সেখান থেকে তাকে তৃতীয় তলার অর্থোপেকিড ডাক্তারের কাছে পাঠানো হয়। অর্থপেডিক ডাক্তারের এক সহযোগী তার মেয়েরে হাত ব্যান্ডেজ করে দেওয়ার জন্য ৪ হাজার টাকা দাবি করেন। নিরুপায় হয়ে তিনি ফের জরুরী বিভাগে গেলে সেখানকার কর্তব্যরতরা জানায়, হাসপাতালে সরকারিভাবে গজ-ব্যান্ডেজ সহ অন্যান্য সামগ্রী সরবরাহ নেই। এগুলো কিনতে ৪ হাজার টাকা প্রয়োজন। এরপর সে তার এক আত্মীয় সাহায্যে ফোন করেন জরুরী বিভাগে কর্মরতদের কাছে। তারা ফোনে ওই আত্মীয় কাছে শিশুর হাত ব্যান্ডেজ করতে অপারগতা প্রকাশ করে বড় ডাক্তারের কাছে যেতে বলেন। পরে তিনি আবার অর্থপেডিক চিকিৎকের কাছে যান। এ সময় সেখানকার এক জুনিয়র অর্থোপেডিক চিকিৎসক ওই শিশুটির ভাঙা হাত ব্যান্ডেজ করে দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct