করোনাভাইরাস সম্পর্কিত পরিস্থিতি এবং রাজ্যের লকডাউন নিয়ে আলোচনা করতে বুধবার অর্থাৎ ২৪ জুন সরকারের তরফে নবান্নে সর্বদলীয় বৈঠকে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকার জন্য আজ বৈকালে দিলিপ ঘোসকে নিজে ফোন করে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।
সূত্র মারফত জানা যায়, আজ বৈকাল নাগাদ দিলীপ ঘোষের মোবাইলে হঠাৎ ভেসে উঠল মুখ্যমন্ত্রীর অফিসের নম্বর। ফোন রিসিভ করলে দিলীপ ঘোষকে সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকার আবেদন জানান মূখ্যমন্ত্রী। ৩ মিনিট কথোপকথন চলে তাঁদের। আমন্ত্রণ পাওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি জানান, এ দিন দলের কর্মসূচিতে মেদিনীপুরে যাওয়ার কথা রয়েছে তাঁর। তারপর মূখ্যমন্ত্রী বলেন, "ওসব পরে হবে, বৈঠকে আসবেন।" রাজনৈতিক ময়দানে একে আপরের কঠোর প্রতিদ্বন্দ্বী হলেও মেদিনীপুরের কর্মসূচি বাতিল করেই বৈঠকে উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন দিলীপ ঘোষ।
রাজ্যে সরকার সূত্রে জানা গিয়েছে, শুধু শুধু দিলীপ ঘোষকেই নয়, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানকেও। তাঁদের বৈঠকে উপস্থিত থাকার আবেদন জানান। স্বরাষ্ট্র সচিব আজ বৈকালে জানিয়েছেন বুধবারের সর্বদল বৈঠকে বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন। এছাড়াও তিনি জানান করোনাভাইরাস সম্পর্কিত পরিস্থিতি ছাড়াও রাজ্যের লকডাউন নিয়েও আলোচনা হবে। এবং সমস্ত রাজনৈতিক দলকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানাবেন মুখ্যসচিব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct