ভারতের শীর্ষ ধনী হিসেবে রাজ করছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান তথা জিওর মালিক মুকেশ আম্বানি। এবার ভারতের গন্ডি ছাড়িয়ে বিশ্বের ধনীদের শীর্ষ তালিকায় স্থান করে নিলেন তিনি।
বিশ্বের সেরা ১০জন ধনীর তালিকায় উঠে এল তার নাম। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যানের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৬৪.৫ বিলিয়ন মার্কিন ডলারে। তার ফলে একমাত্র এশীয় হিসেবে মুকেশ আম্বানি ঢুকে পড়েছেন বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায়। ওরাকল কর্পের ল্যারি এলিসন ও পৃথিবীর সবচেয়ে ধনী নারী ফ্রান্সের ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মায়ারসকে টপকে তালিকায় ৯ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। ব্লুমবার্গ পত্রিকা বিশ্বের ধনীদের যে তালিকা প্রকাশ করেছে তাতে এই তথ্য উঠে এসেছে।
উল্লেখ্য, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির হাতে কোম্পানির ৪২ শতাংশ শেয়ার রয়েছে। রিলায়েন্স নয় সপ্তাহে এর সাবসিডিয়ারি ডিজিটাল সার্ভিস কোম্পানি জিও প্লাটফর্মসের শেয়ার বিক্রি ও রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে দেড় হাজার কোটি ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে, যার সাহায্যে কোম্পানিটি পূর্বনির্ধারিত সময়ের ঢের আগেই তাদের ব্যালান্সশিট থেকে নিট দায় ঝেড়ে ফেলতে সক্ষম হয়েছে।
এ ইতিবাচক খবর রিলায়েন্সের শেয়ার দরও বাড়িয়ে দিয়েছে। নভেল করোনাভাইরাসের প্রভাবে মার্চে কোম্পানিটির শেয়ারের দাম রেকর্ড সর্বনিম্নে নেমেছিল। এখন তা দ্বিগুণে ওঠে এসেছে।
অন্যদিকে দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির সেন্টার ফর ইকোনমিক স্টাডিজ অ্যান্ড প্ল্যানিংয়ের চেয়ারম্যান জয়তী ঘোষ বলেন, লকডাউনের কারণে যেখানে ভারতের অর্থনীতি প্রায় খাদের কিনারে পৌঁছে গেছে, সেখানে আম্বানির কোম্পানিগুলো বেশ ভালো ব্যবসা করেছে। বিশেষ করে টেলিকম জায়ান্ট জিও। কোম্পানির ব্যবসা বাড়ার কারণে আম্বানির ব্যক্তিগত সম্পদের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। একদিকে করোনার কারণে ভারতের অর্থনীতি ইতিহাসের সবচেয়ে বাজে মন্দায় পড়ার আশঙ্কায় রয়েছে, সেখানে ৬৩ বছর বয়সী ধনকুবের মুকেশ আম্বানির সম্পদ বেড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct