একেই বলে করোনা সতর্কতা। যেভাবে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ চলছে তাতে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় কম্বোডিয়া। কম্বোডিয়সর সিয়েম রিপ কিম্বা রাজধানী নমপেনের সুন্দর সুন্দর বৌদ্ধমন্দিরগুলো দেখযে পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু তাদেরকে নিরাশ করতে চায়না কম্বোডিয়া। বরং কিছু শর্ত চাপিয়ে দিয়েছে। এর মূলে করোনা সতর্কতা। যদি কোনো পর্যটক করোনা আক্রান্ত হন তাহলে তার চিকিরসার ভার যে নেবে কিংবা তার শেষকৃত্যের কে খরচ বহন করবে এ সব ভেবেই পর্যটকদের কাছ থেকে আগাম এককালীন ৩ হাজার মার্কিন ডলার অগ্রিম নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কম্বোডিয়া সরকার।ছুটি কাটাতে গিয়ে কোনো পর্যটক করোনা আক্রান্ত হলে এ জমা অর্থ থেকেই তার চিকিৎসা এমনকি মারা গেলে তার শেষকৃত্যের যাবতীয় বন্দোবস্ত করা হবে।
সেই সঙ্গে কম্বোডিয়ায় পা রাখার সঙ্গে সঙ্গে ন্যূনতম ৩৮ লাখ টাকার স্বাস্থ্যবিমার নথি দাখিলের পাশাপাশি এবার থেকে পর্যটকদের ৩ হাজার মার্কিন ডলার জমা রাখতে হবে।
বিমানবন্দরে সরকারের বেঁধে দেয়া ব্যাংকের শাখায় নগদ বা ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে হবে এ টাকা। ছুটি কাটাতে গিয়ে কোনো পর্যটক করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বা কোভিড উপসর্গ দেখা দিলে জমা অর্থ তার চিকিৎসার কাজে খরচ করা হবে।
এছাড়া বাধ্যতামূলক করানো টেস্টের যাবতীয় খরচ সরকার কেটে নেবে ওই জমা টাকা থেকেই। কোন খাতে কীভাবে খরচ করা হবে, তাও কম্বোডিয়া সরকার বিশদে জানিয়ে দিয়েছে।
সরকারের খরচ বাড়তে থাকায় বর্তমান পরিস্থিতিতে আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি পাল্টে ফেলল সরকার। ফলে পকেটে বাড়তি চাপ পড়তে যাচ্ছে পর্যটকদের। কোনো পর্যটক তাদের দেশে পা রাখার সঙ্গে সঙ্গে ন্যূনতম ৩৮ লাখ টাকার স্বাস্থ্যবিমার নথি দাখিলের পাশাপাশি ৩ হাজার মার্কিন ডলার জমা রাখার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct