ব্রিটেনে মসজিদ সম্পর্কে যাতে অমুসলিমদের ধারণা স্বচ্ছ হয় তাই ব্রিটিশ মুসলিম কাউন্সিলের উদ্যোগে প্রতি বছর অমুসলিমদের মসজিদ পরিদর্শনের আহবান জানান হয়। ভিজিট মাই মসজিদ কর্মসূচিতে অমুসলিমরা মসজিদ পরিদর্শন করে সম্প্রীতির বার্তা দেন। কিন্তু এ বছর লকডাউনের কারণে সশরীরে পরিদর্শন হচ্ছে না।
ভার্চুয়াল ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। যদিও প্রতিবছরই ব্রিটেনের মসজিদগুলো অমুসলিমরা স্ব-শরীরে পরিদর্শন করে। তবে এ বছর করোনার প্রাদুর্ভাবের কারণে ভার্চুয়াল ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। এই ভার্চুয়াল ট্যুরটি শুক্রবার ( ১৯ জুন ) শুরু হয়ে রোববার ( ২১ জুন ) শেষ হয়েছে।
এই মসজিদ পরিদর্শনের বিষয়টি হয়ে আসছে গত পাঁচ বছর ধরে। ব্রিটিশ মুসলমানরা সারা দেশ জুড়ে “ভিজিট মাই মসজিদ” নামে একটি বার্ষিক অনুষ্ঠান করে, যা মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা দূর করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বছর করোনাভাইরাস প্রাদুর্ভাব এবং স্বাস্থ্য প্রোটোকল মেনে চলার প্রয়োজনীয়তার কারণে মসজিদগুলো পরিদর্শন করার পরিকল্পনাটি ভার্চুয়াল ট্যুর হিসাবে অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে ব্রিটিশ মুসলিম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হারুন খান এক বিবৃতিতে বলেন , এ বছর স্থানীয় মসজিদগুলো ব্যক্তিগতভাবে পরিদর্শনের পরিবর্তে স্থানীয় কমপ্লেক্স , ফুড ব্যাংক , অভাবীদের জন্য গরম খাবার প্রেরণ এবং হাসপাতালের কর্মীদের জন্য চিকিৎসা পণ্য সরবরাহ প্রদানের ব্যবস্থা করা হয় ।
গত বছর ব্রিটিশ মুসলিম কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় আড়াই শতাধিক মসজিদ “ উন্মুক্ত দরজা ” অনুষ্ঠানে অংশ নিয়েছে। উন্মুক্ত দরজা অনুষ্ঠানটি সর্বপ্রথম ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ২০টি মসজিদের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় । এই অনুষ্ঠানের সুফলে সাম্প্রতিক বছরগুলিতে প্রধানমন্ত্রী , কনজারভেটিভ পার্টির নেতা এবং লন্ডনের মেয়রসহ আইন প্রণেতা এবং অন্যান্য প্রবীণ রাজনীতিবিদরা মসজিদ পরিদর্শন করেছেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct