নির্বাচন বড় বালাই। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আসতে শুরু বাদল এবারেও প্রেসিডেন্ট পদপ্রার্থী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যে ইরানের প্রতি তিনি খড়গহস্ত ছিলেন, এবার বললেন ভোটে জিতলে তিনি ইরানের সঙ্গে সমঝোতা করবেন। যদিও ট্রাম্প প্রশাসনের বর্তমান ইরান সংক্রান্ত নীতির ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকেই দায়ী করা হচ্ছে সে দেশে।
ট্রাম্প রোববার ইরানের সঙ্গে এই সমঝোতার কথা বলেছেনওকলাহোমা অঙ্গরাজ্যের টুলসা শহরে এক নির্বাচনি সমাবেশে। ট্রাম্পের দাবি, তার সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেন যাতে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারেন সে চেষ্টা করছে ইরান ও চীন। এরপর তিনি বলেন, “আমি ইরানের সঙ্গে অতি দ্রুত একটি সমঝোতায় পৌঁছার জন্য প্রস্তুত রয়েছি।”
যদিও তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি গত শুক্রবার ট্রাম্প প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য আইএইএ’তে ইরানবিরোধী প্রস্তাব পাস করেছ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক ইউরোপীয় দেশগুলোর এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু নির্বাচনের বালাইয়ের কারনে ট্রাম্প পিছু হতে ইরানের সঙ্গে সমঝোতা চাইছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct