লাদাখে ভারত চীন সীমান্তে চিনের এমন আচরণে দেশবাসী ক্ষুব্ধ, ফলে দেশজুরে চিনা পণ্য থেকে শুরু করে চিনা অ্যাপ, সফ্টওয়্যার বয়কটের ডাক জোরালো হয়েছে। চিনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছে দেশের নানান সেলিব্রিটিরাও।
ভারতে সবচেয়ে বেশি জনপ্রিয় চিনা অ্যাপ হচ্ছে টিকটক। এবার টিকটককে টক্কর দিতে আসরে নেমেছে দেশীয় রোপোসো অ্যাপ। গুগল প্লে স্টোরে এই "স্বদেশি টিকটক" অ্যাপ রোপোসো ডাউনলোড সংখ্যা ইতিমধ্যে ৫০ মিলিয়ন ছারিয়েছে। এই স্বদেশি টিকটক অ্যাপে অ্যাকাউন্ট রয়েছে কেন্দ্ররও।
'স্বদেশি টিকটক’-এ শামিল হয়ে MyGov- সিইও অভিষেক সিং বলেন, “এই অ্যাপের মাধ্যমে দেশের নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবে সরকার। স্বদেশি পণ্য ব্যবহারে সবাই মিলে অংশ নেওয়া হবে। তাই অন্যদের ভারতীয় অ্যাপ রোপোসো ব্যবহারেও আহ্বান জানানো হবে। তাছাড়া কোভিড-১৯ সংক্রান্ত প্রচারেও এই অ্যাপ সাহায্য করবে।” অ্যাপটির মাধ্যমে আরও বেশি করে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে যাওয়া যাবে। সেই জন্যই রোপোসো অ্যাপটি বেছে নিয়েছে সরকার। পাশাপাশি কেন্দ্র সরকারের আশা, এই প্ল্যাটফর্মে আত্মনির্ভর ভারত অভিযানের প্রচার সুবিস্তর হবে।