আমেরিকার পর এবার নেদারল্যান্ডেও মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠল। একইসঙ্গে গান্ধীমূর্তির গায়ে লাল রং করে দেয়া হয়েছে। যদিও এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে পুলিশ বলছে, আমেরিকায় জর্জ ফ্লয়েড হত্যার ঘটনাকে কেন্দ্রে করে বিশ্বব্যাপী চলা বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদেরই একটা অংশ নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের চার্চিলান এলাকায় স্থাপিত গান্ধীর মূর্তি ভাঙচুর করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত।
মূর্তি ভাঙা নিয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, আমেরিকায় শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ করছে মানুষ। গেল কিছু দিন ধরে আমস্টারডামেও বিক্ষোভে সামিল হচ্ছিল জনতা। এরইমধ্যে গান্ধীর মূর্তিতে ভাঙচুর চালানো হল। বুধবার ৭৫ বছর বয়সী স্থানীয় এক বৃদ্ধের চোখে পড়ে বিষয়টি। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মূর্তিটি কাপড় দিয়ে ঘিরে দেয় স্থানীয় কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct