চিন সীমান্তে ভারতীয় জওয়ানদের আত্মবালিদান বৃথা যাবে না। আর চীনের মোকাবিলায় আমরা পুরোপুরি প্রস্তুত। শনিবার হায়দ্রাবাদে বিমান বাহিনীর একাডেমির এক অনুষ্ঠানে এ কথা বললেন বায়ুসেনার প্রধান চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া। তিনি বলেন, ভারত শান্তি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে গালওয়ানে সেনাদের আত্মত্যাগ বৃথা যাবে না।
লাদাখের গালওয়ান উপত্যকায় সোমবার রাতে ভারতীয় ও চীনা সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। সে বিষয়ে চিফ মার্শাল বলেন, বিরাট চ্যালেঞ্জের মুখে যেভাবে ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য সাহস দেখিয়েছেন জওয়ানরা তা আসলে আমাদের দেশ রক্ষার সংকল্পকেই তুলে ধরেছে।
অন্য দিকে চিনের আগ্রাসী ভূমিকা নিয়ে বায়ু সেনা প্রধান বলেন, শান্তি বজায় রাখার জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে। তবে ভারত যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য পুরোপুরি প্রস্তুত। এর জন্য সীমান্তে মোতায়েন থাকা জওয়ানরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সে সঙ্গে গালওয়ানে ভারতীয় সেনাদের আত্মত্যাগ ব্যর্থ হতে দেওয়া হবে না দৃঢ় কন্ঠে ঘোষণা করেন বায়ুসেনার প্রধান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct