গালওয়ান উপত্যকায় চিনা সেনাদের হাতে শহীদ হওয়া ভারতীয় জওয়ানদের পরিবারের তরফে দাবি তোলা হয়েছিল, ভারত যেন এর বদলা নেয়। লাদাখ সীমান্তে সে ই সংঘর্ষে ২০ ভারতীয় সেনার মৃত্যুর পর চিনকে সার্জিক্যাল স্ট্রাইকের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে দাবি করলেন বিজেপি সংসদ। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটি দাবি করেছেন লাদাখের বিজেপি সাংসদ জামায়াং তসরিং নামগিয়াল ।
এনডিটিভি কে নামগিয়াল বলেন, চীনকে কড়া জবাব দেয়ার সময় এসেছে। সংঘর্ষের পর মোদি যেমন বার্তা দিয়েছেন এমনটি পাকিস্তানে উরিতে চালানো সার্জিক্যাল স্ট্রাইকের আগেও দেয়া হয়েছিলো। আমরা সেনাবাহিনী এবং দেশের সঙ্গে আছি। নামগিয়াল আরো বলেন, ১৯৬২ সালের যুদ্ধের সময় থেকে চীন ভারতের সঙ্গে একবার কিংবা দুইবার নয় শত বার প্রতারণা করেছে। আকসাই চীন শুনলে আমার অবাক লাগে। ওটা আকসাই চীন না, ওই অঞ্চলটি ভারতের কাছ থেকে দখল করেছে চীন।
উল্লেখ্য, গত সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীনের সেনাদের মধ্যে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হন। আহত হয়েছেন ৭৬ জওয়ান। এর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উস্কানি দেয়া হলে ভারত মোক্ষম জবাব দেয়ার হুঁশিয়ারি দেন চিনের নাম না করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct