লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষে এখন গোটা দেশের মানুষ প্রতিবাদে নেমেছেন। ২০ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে চীন। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে সারাদেশে চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতীয়রা। চিনা হামলায় ২০ ভারতীয় সেনার মৃত্যুর পর বিজেপি নেতৃত্ব দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছে চিন বিরোধী বিক্ষোভ দেখতে ও চিনা সামগ্রী বয়কট করতে। এ রাজ্যে ইতিমধ্যে বাম ও কংগ্রেস কলকাতায় চিন বিরোধী বিক্ষোভ শুরু করে দিয়েছে। আর বিভিন্ন জেলায় বিজেপি সমর্থকদের চিন বিরোধী বিক্ষোভের খবর মিলছে। কিন্তু বিজেপি মন্ত্রী বাবুল সুপ্রিয়র এলাকা আসানসোলের বিজেপি কর্মীরা চিন বিরোধী বিক্ষোভ দেখতে গিয়ে হাসির খোরাক হয়ে উঠল। বিজেপি কর্মীরা তাদের বিক্ষোভ কর্মসূচিতে চিনের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পোড়ানোর কর্মসূচি রেখেছিল। কিন্তু তারা চিনের প্রেসিডেন্টকে চিনতে না পেরে উত্তর কোরিয়ার নেতা কিম জংয়ের কুশপুতুল পুড়িয়ে বসল। সোশ্যাল মিডিয়ায় বিজেপি কর্মীদের এই কাণ্ড ভাইরাল হয়েছে। উত্তর কোরিয়ার সাথে এই মুহূর্তে ভারতের কোনো বিবাদ নেই। তা সত্ত্বেও আসানসোলের বিজেপি কর্মীরা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুতুল পোড়ানোর পরিবর্তে কিম জং উনের কুশপুতুল পোড়ালো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct