মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে এই প্রথম অংশ নিচ্ছেন কেনেও মুসলিম মহিলা।
তাহেরা আমাতুল ওয়াদুদ নামে আফ্রিকান আমেরিকান জাত মুসলিম মহিলা আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মিড-টার্ম নির্বাচনে ম্যাসাচুয়েটস থেকে অংশ নেবেন। তার জন্য এখন থেকেই প্রচার শুরু করেছেন তিনি। তার এই নির্বাচনী প্রচারণাও ব্যতিক্রমধর্মী। হিজাব পরে নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণের জায়গায় দাঁড়িয়ে রাস্তায় চলাচলরত বিভিন্ন মানুষের কাছে নিজেকে কংগ্রেস সদস্য নির্বাচিত করার জন্য ভোট চাইতে দেখা গেছে তাকে।
পেশায় আইনজীবী ও সমাজকর্মী তাহেরা আমাতুল সাত সন্তানের জননী। তিনি একজন প্রগতিশীল ডেমোক্রেট। যদি জয়ী হন তাহলে তিনি হবেন ম্যাসাচুয়েটস থেকে প্রথম নারী এবং আফ্রো-আমেরিকান কংগ্রেসম্যান।
৪৪ বছর বয়সী তাহেরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং রোজা রাখেন। তবে ধর্মীয় আলোকে নেতৃত্ব করতে চান না বলে জানিয়েছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct