চিন সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনার মৃত্যুতে দেশনারে শোকের ছায়া। সেই শোকের যাবে কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনী এক বড় সাফল্য পেল।জম্মু ও কাশ্মিরের সোপিয়ান এবং পাম্পোরে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে আটজন জঙ্গি। গত ২৪ ঘণ্টায় নিরাপত্তাবাহিনীর ‘জঙ্গি দমন’ অভিযানে নিহত হয়েছে তারা।
এ ব্যাপারে এনডিটিভি সূত্রে জানা গেছে, পাম্পোরে একটি মসজিদের ভিতরে কিছু জঙ্গি আত্মগোপন করে আছে- এমন খবরে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের মসজিদে থাকা গোপন ডেরা থেকে বের করে আনার জন্যে কাঁদানে গ্যাস ছোঁড়ে সেনা সদস্যরা। তারপরেই সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয় জঙ্গিরা। ওই মসজিদের যাতে কোনো ক্ষতি না হয় তাই আইইডি বা গোলাগুলির প্রয়োগ করেনি সেনা সদস্যরা। তবে মসজিদ থেকে বেরিয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ করে গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা গুলিতে নিহত হয় তিন জঙ্গি।
অন্যদিকে, আর এক জঙ্গিদমন অভিযানে সোপিয়ানে সেনাবাহিনীর সাথে জঙ্গিদের গুলির লড়াইয়ে নিহত হন আরো পাঁচজন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে মোট আট জঙ্গিকে খতম করা নিঃসন্দেহে নিরাপত্তা বাহিনীর এক বড় সাফল্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct