লাদাখের গালওয়ান সীমান্তে চিনা সেনাদের হামলাকে কেন্দ্র করে নানা চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করেছে। চিনা হামলা পরিকল্পিত এই কথা বাড়ে বাড়ে বলে আসছে ভারত। তার প্রমাণ মিলতে শুরু করেছে। চিন যে তাঁবু সরানোর জন্য হামলা চালিয়ে ২০ ভারতীয় সেনাকে হত্যা করেছে তা নয়, তাদের অনের ষড়যন্ত্র ছিল বলে সন্দেহ করা হচ্ছে। টিভি চেনেল এনডিটিভি যে স্যাটেলাইট চিত্র প্রকাশ্বকারেছর তা থেকে বোঝা যাচ্ছে গালওয়ান নদীতে বাঁধ তৈরি করতে চেয়েছিল চীন। ভারত-চীন সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর স্যাটেলাইটে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে এমন ধারণাই করা হচ্ছে।
মঙ্গলবার স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যায়, গালওয়ান নদীর পাশে ভারী সরঞ্জাম রেখে দিয়েছে চীন। ধারণা করা হচ্ছে, বাঁধ দিয়ে গালওয়ান নদীর জক প্রবাহ নিয়ন্ত্রণ করতে চাইছিলো চীন। সংঘর্ষের প্রায় এক সপ্তাহ আগে থেকেই চীন এই সরঞ্জাম আনা শুরু করে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় চীন-ভারত সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ভারতের ২০ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ ভারতীয় সেনা। তবে চীনের পক্ষ থেকে তাদের সেনাদের হতাহতের কোনো তথ্য জানানো হয়নি। যদিও ভারত দাবি করেছে যে চীনের ৪৩ সেনা এই সংঘর্ষে হতাহত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct