টয়লেটে ফ্ল্যাশ করার আগে এবার থেকে সাবধান থাকবেন।তখন যেভাবেই হোক ঢাকনা বন্ধ করতে হবে। চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণায় দাবি করেছেন, করোনা ভাইরাস মানব পরিপাকতন্ত্র বেঁচে থাকতে পারে এবং আক্রান্ত ব্যক্তির মলেও ভাইরাস উপস্থিত থাকতে পারে।ফ্ল্যাশিং এর ফলে পদার্থের প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তৈরি হয়। এতই ছোট হয় যে খালি চোখে দেখা যায় না। এমনকি এটি বাতাসসের সঙ্গেও ভেসে থাকতে পারে। এরপর যে বা যারা টয়লেটে আসে নিশ্বাসের মাধ্যমে তাদের শরীরে প্রবেশ করে যায়।গবেষণাপত্রের লেখক জি-জিয়াং ওয়াং জানাচ্ছেন, ফ্ল্যাশিং টয়লেট থেকে ভাইরাসকে উপরের দিকে ঠেলে তুলে দেয়। ফ্ল্যাশিং এর সময় আগে ঢাকনাটি বন্ধ করতে হবে। তারপরেই ফ্ল্যাশিং প্রক্রিয়া শুরু করতে হবে।ঘনবসতিপূর্ণ এলাকায় যদি একটি ব্যস্ত টয়লেট ব্যবহার করা হয়, তবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার মাত্রা আরও বেশি হতে পারে।এমনিতেই পাবলিক টয়লেটগুলি ভাইরাস সংক্রমণের মাধ্যম হিসেবে পরিচিত। তবে এখনও প্রমাণ হয়নি যে এই টয়লেটের মাধ্যমে করোনা ছড়াতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct