মুসলিমদের ধর্মীয় রীতি পালনের অন্যতম অঙ্গ হজ। মক্কায় কাবা শরীফকে ঘিরে এই হজ হয় ঈদ উজ জোহা বা কুরবানী ঈদের সময়। আর বেশি বাকি নেই যে বছর হজের। বাকি মাত্র প্রায় ৪০ দিন। চাঁদ দেখাসাপেক্ষে ৩০ জুলাই হজ অনুষ্ঠিত হওয়ার কথা। ইহরাম (সাদা কাপড়) বেঁধে মক্কার মিনায় যাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা আনুমানিক ২৮ জুলাই। অথচ হজ বাতিল না সীমিত আকারে করবে, সে বিষয়ে সৌদি সরকার এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।
সৌদি আরব সিদ্ধান্ত নিতে দেরি করে ইতিমধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সেনেগাল, কম্বোডিয়া, ব্রুনেই থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা হজ বাতিলের যথা জানিয়ে দিয়েছে।রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকির মধ্যে সৌদি আরব যখন এ ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে দৌদুল্যমানতার আবর্তে পড়েছে, তখন বিশ্বের সবচেয়ে বড়ো সমাবেশ আয়োজনের প্রস্তুতির সময় ফুরিয়ে যাচ্ছে। তবে বুধবার সৌদি আরব সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আরো সপ্তাহখানেক করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct