লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাদের হামলায় কমপক্ষে ২৯ জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন। কিন্তু আস্তে আস্তে সামনে আসছে চিনা সেনাদের আক্রমণে কতজন ভারতীয় সেনা আহত হয়েছে। এ ব্যাপারে ইংরেজি দৈনিক এনডিটিভি এক খবরে জানিয়েছে, চিনা বাহিনীর সঙ্গে সংঘাতে ৭৬ জন ভারতীয় সেনা আহত হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এসব সেনা সদস্যদের কারোরই অবস্থা বর্তমানে গুরুতর নয় বলে জানিয়েছেন ভারতীয় সেনা কর্মকর্তারা। এদের মধ্যে ২০ জন লেহ হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা ১৫ দিনের মধ্যে দায়িত্বে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া অন্যান্য হাসপাতালে চিকিৎসা নেওয়া অপর ৫৬ জন এক সপ্তাহের মধ্যেই কাজে যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
\r\n
\\r\\n
\r\n
উল্লেখ্য, প্রায় এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পর গত ১৫ জুন উভয় পক্ষ সংঘাতে জড়ায়। ওইদিন লাদাখের সুউচ্চ পর্বতমালায় গালওয়ান নদীর পূর্ব পার ধরে টহলে বেরিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর বিহার রেজিমেন্টের একটি প্যাট্রোল পার্টি। তাদের সঙ্গেই চীনা সেনাদের তীব্র সংঘাত হয়। ভারতের অভিযোগ, লাইন অফ কন্ট্রোল উপেক্ষা করে তাদের সীমান্তে ঢুকে পড়েছে চীনা সেনারা। বেইজিং-এর পাল্টা অভিযোগও একই রকম।
\r\n
\\r\\n
\r\n
কর্নেল বিকে সন্তোষ বাবুর নেতৃত্বে ভারতীয় সেনা সদস্যরা চীনা বাহিনীর একটি তাঁবু সরিয়ে দিতে গেলে গত সোমবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। তবে ভারতীয় সেনাবাহিনীর দাবি অন্তত ৪৩ জন চীনা সেনা নিহত বা আহত হয়েছে।