প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ ত্রাণ তহবিল পিএম কেয়ারস নিয়ে দেশনারে বিতর্ক শুরু হয়েছে। এই ফান্ড নিয়ে কেউ আরটিআই করলেও তথ্য পাবে না। তাই সংগৃহিত তথ্য কোথায় খরচ হচ্ছে তার হাদিস পাওয়া মুশকিল। এনিয়ে ইতিমধ্যে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে।
এছাড়া সাধারণ মানুষের মনেও নানা প্রশ্ন জাগছে। তবে এমপিএম কেয়ারস নিয়ে মামলা হল সুপ্রিম কোর্টে।তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠাল কেন্দ্রকে।
পিএম কেয়ার্স তহবিলে আসা সমস্ত অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল বা এনডিআরএফে জমা করে দেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট। সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এর করা এক জনস্বার্থ মামলায় বলা হয়েছে, আজকের দিন পর্যন্ত পিএম কেয়ার্স তহবিলে যে কোটি কোটি টাকা জম পড়েছে, তার কি খাতে ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ে কোনো তথ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের পক্ষে এই মামলাটির সওয়াল করেছেন আইনজীবী প্রশান্ত ভূষণ।
ওই আবেদনে বলা হয়েছে, করোনা মহামারী মোকাবিলার জন্য যে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন লাগু করা হয়েছে, সেই আইনের আওতায় একটি জাতীয় পরিকল্পনা তৈরি করা, বিজ্ঞপ্তি দেওয়া এবং কার্যকর করা হোক। বিচারপতি অশোক ভূষণ, এস কে কওল এবং এম আর শাহের বেঞ্চ এই আবেদনের ভিত্তিতে কেন্দ্র সরকারের কাছে জবাব চেয়েছে নোটিশ দিয়েছে। সর্বোচ্চ আদালত যাতে নোটিস না ধরায় কেন্দ্রকে, তার চেষ্টা চালান সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, নোটিশ দেওয়ার প্রয়োজন নেই, আবেদনের কপি দিয়ে দিন তাহলেই হবে। বিচারপতিরা যদিও সেই দাবি খারিজ করে দিয়ে নোটিশ দিয়েছেন কেন্দ্রকে। চার সপ্তাহ বা এক মাস সময় দেওয়া হয়েছে এই নোটিশের জবাব দেওয়ার জন্য। ফলে, পিএম কেয়ারস নিয়ে বেশ বেকায়দায় পড়তে চলেছে কেন্দ্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct