এর আগের বিশ্বকাপে ১০০ মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ক্রিস্টিয়ান কোলম্যান। এবার অনেক আশা নিয়ে ফের ২০২১ অলিম্পিকে যাচ্ছিলেন। কিন্তু বাদ সাধল ডোপিং টেস্ট। ডোপ টেস্ট দিতে ব্যর্থ হওয়ায় ২০২১ টোকিও অলিম্পিক থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে ১০০ মিটার দৌড়ে বিশ্বচ্যাম্পিয়ন অ্যাথলেট ক্রিস্টিয়ান কোলম্যানকে। বুধবার টুইটারে এই বিষয়টি নিশ্চিত করেছে অ্যাথলেটিক্স ইন্টিগ্রেটি ইউনিট।
অ্যাথলেটিক্স ইন্টিগ্রেটি ইউনিট বলেছে, মার্কিন নিয়ম অনুযায়ী ক্রিস্টিয়ান কোলম্যান ডোপ টেস্টে নিজের অবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। যা বিশ্ব অ্যাথলেটিক্সে অ্যান্টি-ডোপিংয়ের নিয়মের খেলাপ। তাই ২০২১ বিশ্ব কাপ থেকে তাকে সরিয়ে নিতে হচ্ছে।
টুইটারে কোলম্যান নিজেও নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। স্বীকার করে নিয়েছেন ২০১৯ সালে তিনটি ড্রাগ টেস্ট এড়িয়ে গেছেন। সঙ্গে নিজেকে নির্দোষ দাবি করে এমন ভুল আর কখনোই হবে না বলেছেন। এর আগে তিনি বলেছিলেন, ‘আমি কখনোই শক্তিবর্ধক ড্রাগ নেইনি এবং ভবিষ্যতে নেবও না। নিজেকে নির্দোষ প্রমাণ করতে ভবিষ্যতে প্রতিটি ড্রাগ টেস্টেই হাজির থাকবো।’
অ্যান্টি ডোপিং রুলস অনুযায়ী, সবরকম প্রতিযোগিতা থেকেই সাময়িক নিষিদ্ধ থাকবেন কোলম্যান। তবে কবে এই নিষেধাজ্ঞা উঠবে তা বলা মুশকিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct