আগের দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছিল। আর গত ২৪ ঘন্টায় তাই পৌঁছে গেল প্রায় ১৩ হাজারের কাছে। তাই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন দশ হাজারেরও বেশি নতুন সংক্রমণ হওয়া নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৮১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এক দিনে আক্রান্তের হিসাবে এখনও অবধি এটাই সর্বোচ্চ। এই বৃদ্ধির জেরে দেশে মোট করোনাআক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল তিন লক্ষ ৬৬ হাজার ৯৪৬ জন।
একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। এক লাফে দু’হাজার বেড়ে বুধবার ১০ হাজারের গণ্ডি পেরিয়েছে মৃত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্র বলছে , গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় মৃত্যু হয়েছে ৩৩৪ জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল ১২ হাজার ২৩৭ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৫১ জনের। ধারাবাহিকভাবে বেড়ে দিল্লিতে মৃত্যু সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯০৪-এ। তৃতীয় স্থানে থাকা গুজরাতে মারা গিয়েছেন ১ হাজার ৫৬০ জন। এর পর তালিকায় রয়েছে তামিলনাড়ু (৫৭৬), পশ্চিমবঙ্গ (৫০৬), মধ্যপ্রদেশ (৪৮২), উত্তরপ্রদেশ (৪৩৫), রাজস্থান (৩১৩), তেলঙ্গানা (১৯২) ও হরিয়ানা (১৩০) ও কর্নাটক (১০২)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct