আমেরিকায় একের পর এক কৃষ্ণাঙ্গ হত্যায় এবার করা পদক্ষেপের পথে হাঁটছে সেখানকার প্রশাসন। মার্কিন শহর আটলান্টায় কৃষ্ণাঙ্গ রেশার্ড ব্রুকস হত্যার ঘটনায় অভিনযুক্ত পুলিশকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করা পুলিশ অফিসার গারেট রোলফের বিরুদ্ধে হত্যা ও হামলার অভিযোগ আনা হচ্ছে। যদিও ইতিমধ্যে গারেট রোলফে বরখাস্ত হয়েছেন। তার বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ ব্রুক্স হত্যা সম্পর্কিত ১১টি অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ডের সাজা হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে ওয়েন্ডিজ নামে একটি ফাস্টফুড রেস্তোরাঁর সামনে রেশার্ড ব্রুকসকে নৃশংসভাবে হত্যা করা হয়।রেশার্ড ব্রুকস নামের ২৭ বছর বয়সী ওই কৃষ্ণাঙ্গ যুবক একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টের বাইরে নিজের গাড়িতে ঘুমিয়ে ছিলেন। এই ঘটনায় ওই ফাস্ট ফুড রেস্টুরেন্টের কর্মীরা অভিযোগ করে যে, ব্রুক্সের গাড়ি অন্য ক্রেতাদের পথে বাধা তৈরি করছে। এমন অভিযোগ পেয়ে পুলিশ ব্রুক্সকে আটকের চেষ্টার সময় প্রতিরোধ করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করে। সেখানেই গুলিবিদ্ধ হন ব্রুক্স। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে অস্ত্রোপচারের পর মারা যান ব্রুক্স। এই কৃষ্ণাঙ্গ হত্যায় আটলান্টা শহর জুড়ে প্রবল বিক্ষোভ দেখাচ্ছে সেখানকার মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct