লাদাখ ভারতীয় ভূখণ্ডের মধ্যে ঢুকে চীনের সেনাবাহিনীর হামলা নিয়ে এখন ওই এলাকায় উত্তেজনা। ইতিমধ্যে ২৩জন ভারতীয় জওয়ান চীনা সেনাদের হাতে মারা গেছে। তাদের মধ্যে র্ষয়েছে দুজন বাঙালি জওয়ান। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলি উবার নিশানা করেছে শাসক দল বিজেপিকে। তাদের বক্তব্য কি করে ভারতীয় ভূখণ্ডে চীনা সেনারা ঢুকে গেল। যে বিষয়ে সরব হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। সোশ্যাল মিডিয়া ট্যুইটারে একটি সংক্ষিপ্ত ভিডিওর তার বক্তব্য তুলে ধরেছেন। ট্যুইটারে পোস্ট করাকে তিন মিনিটের ভিডিওতে তিনি প্রশ্ন করেন, “কী করে চিন ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করল? আর কেন মাথার ২০ জন সেনা জওয়ান শহিদ হলেন? উদ্যোগ নিয়ে এগিয়ে এসে দেশকে প্রকৃত পরিস্থিতি জানাক প্রধানমন্ত্রী।’ তবে, এই পরিস্থিতিতে তাঁর দল সরকার ও সামরিক বাহিনীর সঙ্গেই থাকার আশ্বাস দিলেও সমালোচনা করেন মোদি সরকারকে। সোনিয়া জানতে চান, নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় প্রকৃত পরিস্থিতি কী? এখনও কি আমাদের সেনা জওয়ান কিংবা তাঁদের কমান্ডার নিখোঁজ? ওরা কি গুরুতর জখম? কতটা জায়গা অধিগ্রহণ করেছে চিন এবং ঠিক কোন জায়গা অধিগ্রহণ করেছে? এ নিযে কেন্দ্রিয় সরকার কি পরিকল্পনা নিচ্ছে তা জানানোর আহবান জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct