চিনের উহান সার থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলেও পারে তা স্তিমিত হয়। লড়াই তিনমাস চীনের বিভিন্ন শহর অবরুদ্ধ থাকার পর খুলে দেওয়া হয়। অনেকে ভেবেছিল মৃত্যুস্রোত বুঝি বিদায় নিয়েছে। কিন্তু না আবার চিনে ফিরে এসেছে করোনা ভাইরাসের মহামারি। তাই সে দেশের রাজধানী বেইজিংয়ে লকডাউন ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, বেইজিংয়ে বড় একটি পাইকারি বাজার থেকে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। গত ছয় দিনে সেখানে ১৩৭ জন রোগী শনাক্ত হয়েছে। ইতোমধ্যে সংক্রমণ ঠেকাতে শহরের বিভিন্ন আবাসিক এলাকা, স্কুল ও বিশ্ববিদ্যালয় পুরোপুরি সিল করে দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে ১২শ’র বেশি বিমানের ফ্লাইট।
এ ছাড়া বৃহত্তর এ শহরটিতে প্রতিদিন অন্তত ৯০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, পুরো শহরেই লকডাউন জারির চিন্তা করছে দেশটির সরকার।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়েছিল। তবে সামগ্রিকভাবে দেশের অন্যান্য অঞ্চলে এই ভাইরাসের সংক্রমণ রুখে দিতে সক্ষম হয়েছিল চীন। এ বছর জানুয়ারি মাসে বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে ছিল চীন। তবে বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে চীনের অবস্থান যথাক্রমে ১৯ ও ১৮ নম্বর।এরই মধ্যে গত বৃহস্পতিবার খোদ রাজধানী বেইজিংয়ে নতুন সংক্রমণ চিন্তায় ফেলে দিয়েছে স্থানীয় প্রশাসনকে। ইতোমধ্যে ৩০টি আবাসিক এলাকা পুরোপুরি সিল করে দেয়া হয়েছে। স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বেইজিং শিক্ষা কমিশন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct