সাঁতার দুনিয়ার কিংবদন্তি মাইকেল ফেলপ্সকে আমরা সবাই এক ডাকে চিনি । তার ২৩ বছরের পুরনো রেকর্ড ফার ওয়েস্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ভেঙে দিল ১০ বছর বয়সী ক্লার্ক কেন্ট আপুয়াদা।
ক্যালিফোর্নিয়ার মোরগায় ফার ওয়েস্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ১ মিনিট ৯ দশমিক ৩৮ সেকেন্ড সময় নিয়ে ফেলপ্সের রেকর্ড ভেঙেছে ‘সুপারম্যান’ নামে পরিচিত এই খুদে সাঁতারু। ১৯৯৫ সালে এই ইভেন্টে ১ মিনিট ১০ দশমিক ৪৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিল ফেলপ্স। এই টুর্নামেন্টে অংশ নেয়া আট ইভেন্টের প্রত্যেকটিতেই আপুয়াদার গলায় ঝুলেছে সোনার মেডেল। ২০০৮ অলিম্পিকে এমন কৃতিত্ব দেখান মার্কিন সাঁতারু ফেলপ্স।
তার বাবা ছিলেন কমিক চরিত্র ‘সুপারম্যান’-এর ভক্ত। এই চরিত্রের আসল নাম ক্লার্ক কেন্ট। এই নামে আপুয়াদার নাম রেখেছিলেন তার বাবা-মা। তখন থেকেই তাকে সবাই ‘সুপারম্যান’ নামে ডেকে থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct