রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি পাম এভিনিউতে। কিন্তু বুধবার সাতসকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাড়ির কাছে একটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা পাম এভিনিউ এলাকায জুড়ে। মৃত ব্যক্তি সম্পর্কে জানা গেছে তিনি ছিলেন কলকাতা পুরসভার একজন সাফাই কর্মী। নাম লাল চাঁদ হেলা। বয়স ৩৫ বছর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাড়ায় মৃতদেহের খবর চাউর হাতেই ঘটনাস্থলে যায় কড়েয়া থানার পুলিশ। কি কারণে মৃত্যু খুঁটিয়ে দেখছে পুলিশ। স্থানীয়রা বলছেন মঙ্গলবার রাত থেকে এই পাম এভিনিউ এলাকায় লাল চাঁদকে পড়ে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন বৃষ্টির মধ্যে কেউ সেভাবে লক্ষ্য করেনি যে কার মৃতদেহ পড়ে আছে। তিনি করোনা আক্রান্ত কিনা তাও কেউ জানে না। তবে লাল চাঁদ ঠিক কোথায় থাকতেন এবং তার মৃতদেহ এখানে পারে কেন তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct