আগে উদ্যোগ নিয়েছিল আমেরিকা। তার ফল মিলছে। এবার আফগানিস্তানা শান্তি ফেরাতে আফগান সরকার ও তালিবান গোষ্ঠী প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের শান্তি বৈঠকে বসতে যাচ্ছে। কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এ বিষয়ে দুই পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয় নি। দেশটিতে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনী ও সাধারণ মানুষকে টার্গেট করে হামলা চালিয়ে আসছে তালিবান। এ খবর দিয়েছে অনলাইন সাউথ এশিয়ান মনিটর।
তালিবানকে নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করেছে আফগান বাহিনীও। তবে এবার সমঝোতায় যেতে চায় উভয় পক্ষই। এই সংলাপ হতে যাচ্ছে দুই পক্ষের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের কোনো বৈঠক। এখনো এর কোনো দিন তারিখ ঠিক করা হয়নি। এর আগে কাতারের রাজধানী দোহায় মার্কিন সরকারের সঙ্গে তালিবানের দীর্ঘ আলোচনার পর চলতি বছরের প্রথম দিকে একটি কথিত শান্তি চুক্তি সই হয়।
তালিবানরা আশ্বাস দিয়েছে, তারা পূর্বের কট্টাপন্থি অবস্থান থেকে সরে এসে উদার রাজনৈতিক আচরণ করবে। নারী স্বাধীনতা থেকে শুরু করে আফগানিস্তানে গণতান্ত্রিক অবস্থা জারি রাখার নিশ্চয়তা দেয় তালিবান। তবে এখনো আফগান সরকারের সঙ্গে কোনো ধরণের সমঝোতা হয়নি তালিবানের। তালিবান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, প্রথম আফগান শান্তি আলোচনা হবে দোহায়। এর আগে ইতিমধ্যে আটক জঙ্গিদের মুক্তি দেয়ার বিষয়ে নিশ্চয়তা চায় তালিবান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct