মদের নেশা গ্রাস করেছিল একটি বাঁদরের। তাই মদ না পেয়ে একে একে ২৫০ জন মানুষকে আক্রমণ করে। কালুয়া নামের ওই বানরের হামলায় অতিষ্ঠ মানুষ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মির্জাপুর জেলায়। স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে বারবার অভিযোগ আসে ওই জেলায় এখন পর্যন্ত ২৫০ জনকে কামড়ে, আঁচড়ে হামলা করেছে বানরটি।
এরপর উত্তরপ্রদেশের বন অধিদপ্তর ও কানপুরের চিড়িয়াখানার একটি দল একসঙ্গে কালুয়াকে ধরে নিয়ে যায়। এরপর কালুয়া কে নিয়ে যাওয়া হয় কানপুরের চিড়িয়াখানায়। সেখানকার চিকিৎসক বলেছেন, বেশ কিছুদিন আলাদা খাঁচায় একলা রাখা হয়েছিল কালুয়াকে। কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি। একইরকমভাবে আক্রমণাত্মক হয়ে উঠত কালুয়া। তাই চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, বানরটিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
জানা গেছে, ভারতের উত্তর প্রদেশের মির্জাপুরে এক তান্ত্রিকের সঙ্গে থাকত কালুয়া। সেই তান্ত্রিক নিয়মিত মদ্যপান করতেন এবং কালুয়াকেও মদ পান করাতেন । বছর কয়েক আগে ওই তান্ত্রিক মারা যান। তারপর কালুয়া উৎপাত শুরু করে। কারণ কালুয়া ততদিনে মদে আসক্ত হয়ে পড়েছে। আর মদ না পেলেই সে মানুষের ওপর আক্রমণ চালাত। সেই বানরটিকে আটক করে চিড়িয়াখানায় বন্দি করে হয়। কিন্তু সেখানেও সে স্বাভাবিক ছিল না। তাই মৃত্যুদন্ডকেই বেছে নেওয়া হয়।
তবে, কালুয়াকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ায় উত্তরপ্রদেশের একাধিক পশুপ্রেমী সংগঠন প্রতিবাদ জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct