একের পর এক দেশ এ বছরের হজ যাত্রা বাতিল করে সৌদি আরব সংকটে পড়েছে। তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারছে না যে জুলাই মাসে অনুষ্ঠিতব্য হজ এবার হবে না। করোনা ভাইরাস সংক্রমণের কারণে আধুনিক বিশ্বে এই প্রথম হজ অনুষ্ঠান সীমিত অথবা বাতিল করতে পারে সৌদি আরব। আগামী জুলাইয়ের শেষ দিকে ধর্মীয় রীতি অনুযায়ী নির্ধারিত বার্ষিক বৃহত্তম সমাবেশ হজ অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে সৌদিকে চাপ দিচ্ছে মুসলিম দেশগুলো। সৌদির এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, তারা এই বিষয় দ্রুত সিদ্ধান্ত নেবেন।
যদিও ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া চলতি মাসে জানিয়েছে, তারা এ বছর হজে লোক পাঠাবে না। মালয়েশিয়া, সেনেগাল ও সিঙ্গাপুর অনুরূপ সিদ্ধান্ত নিয়েছে। আরো অনেক মুসলিম দেশ মিশর, মরক্কো, তুরস্ক, লেবানন ও বুলগেরিয়া বলেছে, এখনও তারা রিয়াদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। ফ্রান্সের মুসলিম ধর্মীয় নেতারা করোনা ঝুঁকির কারণে এ বছর হজ বাতিলের অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছর প্রায় ২৫ লাখের মতো মুসলমান হজ যাত্রায় যোগ দিয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct