মাস্ক ও ফেস কভার ছাড়া বাইরে বের হওয়ার কথা কল্পনা করাও উচিত নয়, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। আজ বৈকালে দেশের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাইরে যাওয়ার সময় সবাই যাতে মাস্ক পড়ে এ ব্যাপারে রাজ্যে গুলিকে কঠর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ইতিমধ্য দিল্লি, উত্তর প্রদেশ, ছত্তীসগঢ়, কেরল, ওড়িশার এবং উত্তরাখন্ডে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
পাশাপাশি প্রধানমন্ত্রী আরও জানান, ভারতে করোনা সুস্থতার হার ৫০ শতাংশের চেয়েও বেশি হয়ে গিয়েছে। আমাদের বিপুল জনসংখ্যার নিরিখে ভারত ভালো জাগাতেই রয়েছে। তিনি বলেন, ভারতকে করোনা ধ্বংস করতে পারে নি।
তিনি জানিয়েছেন, 'প্রায় ৭০ শতাংশে পৌঁছে গিয়েছে মোটর সাইকেলের উৎপাদন। বিদ্যুতের চাহিদা বেড়ে গিয়েছে। সারের বিক্রি বেড়েছে৷' দেশের অর্থনীতি ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসছে। বাজার অফিস গুলোতে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে বলে তিনি জানান। এই সবের পাশাপাশি হাত ধোয়া, মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখার মত বিষয়ে নজর রাখতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct