মাতৃত্বকালীন ছয় সপ্তাহের ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। ২১ জুন মা হওয়ার পর ছয় সপ্তাহের ছুটিতে ছিলেন তিনি। ৩৮ বছর বয়সী এ প্রধানমন্ত্রীর সপ্তাহান্ত পর্যন্ত অকল্যান্ডের বাড়ি থেকেই কাজ করার সুযোগ রয়েছে। আর এ সময়ের মধ্যে তিনি রাজধানী ওয়েলিংটনে চলে যাবেন।
গত ২১ জুন সরকারি অকল্যান্ড সিটি হাসপাতালে এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন জাসিন্ডা আরডার্ন। প্রেসিডেন্টের অনুপস্থিতিতে এই ছয় সপ্তাহ তাঁর দায়িত্ব পালন করেন ডেপুটি উইনস্টোন পিটার্স।
গত সপ্তাহে ফেসবুকে দেয়া এক বার্তায় আরডার্ন বলেন, ‘আমরা অনেক ভাল রয়েছি এবং এখন আমাদের কথা বলার কোন সময় নেই। আমি ফিরেই আমার কাজে পুরো মনোযোগী হতে চাই।’
জাসিন্ডা আরডার্নের আগেও একজন প্রধানমন্ত্রী দায়িত্বে থাকার সময় মা হয়েছেন। তিনি হলেন পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। ১৯৯০ সালে তিনি সন্তানের জন্ম দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct