করোনা সংক্রমণের প্রতিযোগিতা চলছে পৃথিবীতে । তার ভর কেন্দ্র নিয়ে প্রতিযোগিতা । প্রথম ভরকেন্দ্র চিন। তারপরে ইতালি, স্পেন, ফ্রান্স । তারপরে আমেরিকা । তারপরে ব্রাজিল । মেরা দেশ মহান হ্যায় ভারত অনেকটা পেছিয়ে ছিল এপ্রিল আর মে মাসে । এবার সে লাফ দিতে শুরু করেছে । আজ ৮ জুন । আজকের সংক্রমণের হিসেবটা এইরকম : আমেরিকা- ১৯,১৫,৭১২ ; ব্রাজিল- ৬,৭২,৮৪৬ ; রাশিয়া- ৪,৭৬,৬৫৮ ; ইংল্যান্ড- ২,৮৬,১৯৮ ; ভারত- ২,৫৭,৬৪৪ ; স্পেন-২,৪১,৫৫০ ; ইতালি-২,৩৪,৯৯৮ ; পেরু-১,৯১,৭৫৮ ; জার্মানি-১,৮৪,১৯৩ ; ইরান- ১,৭১,৭৮৯ ; তুর্কি- ১,৭০,১৩২ ; ফ্রান্স- ১,৫০,৩১৫।
মেরা ভারত পঞ্চম স্থানে চলে এসেছে । চিন বলে দিয়েছে আগামী দিনে এ দেশে প্রতিদিন ১৫ হাজারের বেশি মানুষ সংক্রমিত হবে । বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সতর্ক করে দিয়েছে । কিন্তু আমরা ওসব ভ্রূক্ষেপ করি না । আমরা জানি লোকসংখ্যার অনুপাতে এ দেশে সংক্রমণের হার এমন কিছু নয় । আমেরিকার লোকসংখ্যা ৩৩ কোটি, যুক্তরাষ্ট্রের ৭ কোটি, জার্মানির ৯ কোটি, ইতালির ৬ কোটি, ফ্রান্সের ৭ কোটি, স্পেনের ৫ কোটি । আর আমাদের ? চিনের পরেই আমরা । আমাদের ১৩৫ কোটি । সেই তুলনায় ৩ লক্ষ সংক্রমণ তো একেবারে নস্যি । বাড়ুক না সংক্রমণ । হোক না এক বা দুই কোটি । আমরা প্রথম হতে চাই । সংক্রমণের দিক থেকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন চাই আমাদের । আবার মৃত্যুর হারের দিক থেকেও আমরা প্রায় প্রথম । মানে দাঁড়াল : যত লোক তার চেয়ে অনেক কম সংক্রমণ , যত সংক্রমণ তার চেয়ে অনেক কম মৃত্যু, যত মৃত্যু তার চেয়ে অনেক বেশি আরোগ্যলাভ ।
মেরা ভারত মহান হ্যায় । হবে নাই বা কেন । সুযোগ্য কাণ্ডারী থাকলে দেশ মহান না হয়ে যায় না । কান্ডারী হলেন দেশনেতা । আমাদের দেশনেতা নমো । হে দেশনেতা ! আমায় নমো হে নমো । ভুল যদি কিছু বলে ফেলি তুমি আমায় ক্ষমো হে ক্ষমো ।
‘অচ্ছে দিনে’র প্রতিশ্রুতি দিয়ে বাজি মাৎ করেছিলে তুমি । কিন্তু কালো টাকা উদ্ধার, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠা, মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্ন্যান্স—এসব বাণী থেকে গেল কাগজেই ; আসলে তুমি এক স্বৈরতান্ত্রিক শাসক যে বলে ‘নিন্দারে করিব ধ্বংস কণ্ঠ রুদ্ধ করি’ । নোট বাতিল, জিএসটি, লকডাউন এসব সিদ্ধান্ত তুমি ও তোমার দুএকটি সাগরেদের । অন্য রাজ্যকে, সংসদকে, এমনকি নিজের মন্ত্রীসভার বেশির ভাগ সদস্যকে তোয়াক্কা না করে গ্রহণ করলে এসব সিদ্ধান্ত । নতুন কিছু একটা করার দুর্নিবার আগ্রহ তোমার । সেই দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ নতুন কিছু করো ওহে নতুন কিছু করো’ । আরে বাবা, ইতিহাসে নাম একটা থাকবে তো ।
তুমি আবার থাকতে চাও সবার সাথে -- ‘সবকা সাথ’ । কিন্তু দেখা যাচ্ছে গত ছয় দশকে তোমার সময়ে আয়ের বৈষম্য সবচেয়ে বেশি । শতকরা মাত্র একজনের হাতে দেশের ৪৫% সম্পদ । আসলে এঁরা তোমার মিত্রোঁ কিনা ! তোমার স্বর্ণযুগে গ্রামের দারিদ্র্য ৩০% বেড়ে গেছে । এদিকে তুমি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প
আর স্টেট ব্যাঙ্কে সুদ দিয়েছ কমিয়ে । ফলে আয় কমেছে ৪৪,৬৭০কোটি টাকা । গরিব চাষিদের নিয়ে তোমার কত দরদ । অথচ বাস্তবে কৃষি অর্থনীতিতে নেমেছে বিরাট ধ্বস । ‘মন কি বাতে’ কত অমৃতবাণী বর্ষণ করো তুমি । ৫৬ ইঞ্চি চাপড়ে বলো ‘সবকা বিকাশ’ । সকলের কেমন বিকাশ ? বেকারত্বের হার ২৭% ; সংকোচনের মুখে জিডিপি ; ৬ বছরে ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদের বৃদ্ধি ৪২৩% ; প্রতিশ্রুতি ছিল ডলারের দাম হবে ৪০ টাকা, হয়েছে কিন্তু ৭৫ টাকারও বেশি ।
এসব কি ভুল বললাম ? যদি ভুল বলে থাকি তবে আমায় ক্ষমো হে ক্ষমো ।
সেই তুমি, ৫৬ ইঞ্চি যার বুকের পাটা, করোনা সংক্রমণকে ভয় করবে কেন ? বরং সংক্রমণ প্রতিযোগিতায় মেরা ভারত প্রথম হলেও তুমি বলবে ; সব ঠিক আছে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে , সমালোচকরা ঝুট হ্যায় তাই তফাৎ যাও ।
করোনা সংক্রমণের পটভূমিকায় তোমার অর্থমন্ত্রী, যিনি জেএনইউ-র ব্যতিক্রমী প্রাক্তনী, ঘোষণা করেছেন ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ । ২০ লক্ষ কোটি টাকা ? শুনে তো গরিব মানুষের বুকে আসবে হাতির বল । বাপরে বাপ ! এত টাকা ! তোমার দাওয়াই : এই প্যাকেজে উৎপাদন বাড়বে, আমদানির উপর নির্ভর করতে হবে না, দেশ হবে আত্মনির্ভরশীল । নোটবন্দির সময় যারা ভেবেছিল কালো টাকার দফারফা করবেন আমাদের নমো, তারা যদি ততটা বোকা থাকে তাহলে আবার এই প্রতিশুতির রস খেয়ে কোলগেটের হাসি হাসবে, আশায় বুক বাঁধবে ।
কিন্তু দেশে যে কিছু নিন্দুক মানুষ আছে । সেইরকম এক নিন্দুক বলছেন : যাকে অর্থনীতির কবচকুণ্ডল বলে দেখানো হচ্ছে তা একান্ত অলীক । সরকারের নতুন ব্যয়ের পরিমাণ মেরেকেটে আড়াই লক্ষ কোটি টাকা, যাতে অর্থনীতির হাল ফেরানো অসম্ভব । গরিবের ঋণের কথা বলা হচ্ছে, কিন্তু হাভাতেকে কোন ব্যাঙ্ক ঋণ দেবে ?
অবশ্য ভারত যদি করোনা সংক্রমণে বিশ্বে প্রথম স্থান অধিকার করে, তাহলে তোমার কৈফিয়ৎ একটা থেকে যেতে পারবে । বলতে পারবে : সবই তো ঠিক ছিল, কিন্তু ওই যে করোনা ... । তার উপর কোন প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ-টুদ্ধ লেগে গেলে সাত খুন মাপ । জাতীয়তাবাদের অস্ত্রে পরের নির্বাচন অনায়াসে উৎরে যাবে তুমি ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct