উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁ থানার অন্তর্গত চুটকীয়া রাধানগর গ্রাম ত্রাণ পৌঁছে দিলো "মানবতার হাত" নামক এক মানবিক সংগঠন। দীর্ঘদিন ধরে চলা লকডাউন এবং আমফান ঘূর্ণি ঝড়ের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার মানুষ। এমনিতে উপার্জন বন্ধ, তার ওপরে ঝড়ের তাণ্ডবে নিজেদের ঘরবাড়ি হারিয়েছে এলাকার বহু মানুষ। এমনকি এলাকার অনেক পরিবার দু'বেলা, দু'মুঠো খাদ্য ও জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে এগিয়ে আসে এলাকার প্রসিদ্ধতম চুটকীয়া জমিদার বাড়ির যুবকেরা। তারা "মানবতার হাত" নামক এক মানবিক সংগঠনের সহযোগিতায় দুর্দশাগ্রস্ত স্থানীয়দের মধ্যে ত্রাণ সামগ্রীক বিতরন করে। ত্রাণ বিতরণকারীদের মধ্যে শাকিল আহমেদ জমাদার জানায়, "আমাদের এলাকার মানুষের অবস্থা খুবই শোচনীয় প্রধানত "মানবতার হাত" এর সহযোগিতায় আমরা এই ত্রাণ সামগ্রীক বিতরণের আয়োজন করতে পেরেছি। এই কঠিন সময় আমাদের পাশে থাকার জন্য "মানবতার হাত" এর প্রতি আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই।"
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct