ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। তবে ভূমিকম্পের মাত্রা ততটা ভয়াবহ ছিল না। যদিও তুরস্কের পূর্বাঞ্চলীয় বিঙ্গল প্রদেশে রোববার ৫.৭ মাত্রার ভূমিকম্পে একজন প্রাণ হারিয়েছে। আহত ১৮ জন। তুরস্ক সরকারের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
বিঙ্গাল প্রদেশের গভর্নরের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল কার্লিওভা গ্রামে একটি পর্যবেক্ষণ টাওয়ার ভেঙ্গে পড়ে। এতে এক নিরাপত্তা গার্ড চাপা পড়ে। দুর্ভাগ্যজনকভাবে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া ওই নিরাপত্তা কর্মীকে বাঁচানো যায়নি। যদিও উদ্ধারকর্মীরা আরেক গার্ডকে জীবিত উদ্ধার করেছে।
ভূমিকম্পের পর ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে এবং স্বরাষ্ট্র ও পরিবেশ মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত তুরস্ক। গত জানুয়ারি মাসে দেশটির পূর্বাঞ্চলীয় ইলাজিংয়ে এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৪০ জনেরও বেশি লোক প্রাণ হারায়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct