আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার বিবাদ নতুন কিছু নয়। তবে বেশির ভাগ ক্ষেত্রে এমওরিক বা ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের সময় উত্তর কোরিয়া মার্কিন ঘনিষ্ঠ দক্ষিণ কোরিয়াকে উদ্দেশ্য করে নানা বিস্ফোরণ ঘটানো থাকে। এবার সরাসরি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধবাধার উপক্রম হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় গেছে যে, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একশন নিতে প্রস্তুত উত্তর কোরিয়ার সেনাবাহিনী। তাদের সঙ্গে সম্পর্কে ভেঙে দেয়ার এটাই উত্তম সময়। দক্ষিণ কোরিয়াকে এমন হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বহুল আলোচিত বোন কিম ইয়ো জং। বিভক্ত দুই কোরিয়ার শীর্ষ নেতাদের প্রথম বৈঠকের ২০তম বার্ষিকীকে তিনি এমন মন্তব্য করেছেন। তার এমন হুঙ্কারে অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি নতুন করে যুদ্ধ শুরু হচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে? এ খবর দিয়েছে ভারতের অনলাইন এনডিটিভি। কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়াকে শত্রু আখ্যায়িত করে বলেন, শত্রুদের বিরুদ্ধে পরবর্তী একশনটা আসবে সেনাবাহিনীর পক্ষ থেকে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির মাধ্যমে শনিবার তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার আচরণের নিন্দা জানিয়ে বিবৃতি দেয়ার চেয়ে ধারাবাহিক প্রতিশোধমুলক ব্যবস্থা নেয়াই উত্তম।
তিনি দক্ষিণ কোরিয়াকে আরো কড়া ভাষায় আক্রমণ করে বলেন, রাবিশকে ডাস্টবিনেই ছুড়ে ফেলা উচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct