ব্রিগেড পরিচিত রাজনৈতিক সমাবেশের জন্য। সেই ব্রিগেডের রং আজ লাল। না ব্রিগেড ময়দানে কোনো রাজনৈতিক দলের সমাবেশ নয়, এই রং লাল রক্তদান শিবিরের জন্য। করোনা আবহে এক অনন্য উপায়ে রক্তদান শিবিরের আয়োজনকরা হয়েছিল ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে।সেই ব্রিগেড যার নামের পাশে রাজনীতির নাম সবসময়েই জড়িয়ে থাকে রবিবার সেই ব্রিগেড তবে রাজনীতির জন্যই নয় মানুষ সমবেত হয়েছিলেন মানবতার জন্যই।
কফি হাউস সোশ্যাল সার্ভিস এসোসিয়েশন এর তরফে আজ প্রথম ব্রিগেড এ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই বৃষ্টি হলেও সেই বৃষ্টির মধ্যেও মানুষের উপস্থিতি দেখার মতো ছিল। কেউ ছাতা মাথায় নিয়ে কেউ বর্ষাতি চাপিয়েই চলে এসেছিলেন সামাজিক কর্তব্য পালনে।
রক্তদানের আগে প্রত্যেক কে সানিটাইজ করে মেডিকেল পরীক্ষা করার পরেই শিবিরে ঢোকানো হচ্ছে। মাস্ক বাধ্যতামূলক ছিল। একটি শীততাপনিয়ন্ত্রিত বাসের ভিতর দুজন করে ডোনার রক্তদান দেন। এভাবেই চির পরিচিত ব্রিগ্রেড ছুটির দিনে রক্তে লাল হয়ে উঠল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct