আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে করোনা পরিস্থিতি খাটিয়ে দেখতে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তার আগে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাড়িতে কোয়ারেন্টাইন নোটিশ ঝুলিয়ে দেওয়ায় জোর জল্পনা চলছে, তাহলে কি মনমোহন সিং করোনা আক্রান্ত হয়েছেন? এই নোটিশ টাঙানোয় কংগ্রেস দলের মধ্যেও কৌতুহলের শেষ নেই।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বর্তমানে দিল্লির ৩ নম্বর মোতিলাল নেহরু প্লেসের বাড়িতে থাকেন। বর্তমানে রাজ্যসভার সাংসদ মনমোহন সিংয়ের বাড়ির সামনে কোয়ারেন্টিন নোটিশ মারার খবর মেলে শনিবার। উদ্বেগ ছাড়ালেও জানা গিয়েছে সুস্থই রয়েছেন তিনি।
নোটিশ মারা নিয়ে যদিও জানা গেছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির এক পরিচারিকার মেয়ে করোনা আক্রান্ত। এরপরই সার্ভেন্ট কোয়ার্টারের সব বাসিন্দাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। পরে তার বাড়ির সামনেও কোয়ারেন্টিনের নোটিশ দেয়া হয়। মে মাসেই জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮৭ বছরের মনমোহন সিং। কার্ডিওথোরাসিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল তাকে। জ্বর থাকায় করোনা পরীক্ষাও করা হয়েছিল। রেজাল্ট এসেছিল নেগেটিভ। চিকিৎসার পর অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct