করোনা সংক্রমণে মৃত্যুর পাহাড় জমেছিল ইতালিতে। কিন্তু ইতালির একটি শহরে একজন ও করোনায় আক্রান্ত হননি। বিশ্বাস করা কঠিন হলেও এটা বাস্তব সত্যি। এবার সেই শহরের বসতি বাড়াতে সাধারণ মানুষদের কাছে এসে গেছে এক বিরাট অফার। মাত্র এক ইউরো যা ভারতীয় মুদ্রায় সাড়ে ৮৫ টাকায় ইতালিতে একটা আস্ত বাড়ি দেওয়া হচ্ছে। করোনামুক্ত শহর হিসেবে নিজেদের কাছে লোক টানতে এই উদ্যোগ। ইতালির এই শহরটির নাম চিনকেফ্রন্দি।
মাত্র ৮৫ টাকায় মিলছে সবুজে ঘেরা আস্ত বাড়ি। বাড়ি কিনতে গেলে আপনাকে সশরীরে যেতে হবে এই শহরে।ইতালির ক্যালাব্রিয়ার দক্ষিণ অঞ্চলের এই শহরে মূলত সিনকেফ্রন্দি সম্প্রদায়ের বাস। ইতালীয়দের কাছে এই শহরটির নাম চিনকেফ্রন্দি। সাহেবরা অবশ্য বলেন, সিংকফ্রন্দি। গাছপালা ও সবুজে সাজানো সুন্দর এক শহর। এখানেই আপনার জন্য অপেক্ষা করছে মনোরম একটি বাড়ি। যা মিলবে এক ইউরোই দামেই। পেয়ে যাবেন আস্ত একটি বাড়ি।
এ বিষয়ে এই শহরের মেয়র মিশেল কনিয়া বলছেন, ‘অপারেশন বিউটি নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে। তার জেরেই এই কাজ।’ শহর সাজানোই লক্ষ্য এই মেয়রের। প্রাণহীন, জনমানবহীন শহরে মানুষের বসতি গড়ে তুলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাই নামমাত্র মূল্য দিয়ে বাড়ি কিনতে মানুষকে হাতছানি দিচ্ছে এই শহর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct