উত্তরবঙ্গের অন্যতম জনবহুল শহর জলপাইগুড়ি। দার্জিলিং যাওয়ার গেটওয়ে এই জলপাইগুড়ি। এবার সেই শহরের শতাব্দী প্রাচীন ইউরোপিয়ান ক্লাবকে বাঁচাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থনৈতিক সংকটে পড়ে এবার ক্লাব ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ক্লাবের কর্মকর্তারা। এ ব্যাপারে জলপাইগুড়ি ইউরোপিয়ান ক্লাবের কর্মকর্তারা শনিবার জানান,সম্প্রতি এই ক্লাবকে ঘিরে কুৎসা ছড়ানোর চেষ্টা চলছে। ঐতিহ্য মন্ডিত এই ক্লাব হেরিটেজ হিসেবে ঘোষণা করার জন্য ক্লাবের তরফেই হেরিটেজ কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল।আজ পর্যন্ত এই বিষয়ে কোনও নির্দেশ আসে নি। ক্লাবের দেওয়ালে লোনা ধরেছে। চাঙর খসে পড়ছে। ক্লাবের নিজস্ব বারের খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে।এই কারণেই ক্লাবের স্বার্থেই ক্লাবকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। এভাবেই যদি ক্লাবকে বাঁচানো যায় সেই চেষ্টা চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct