কলকাতার অন্যতম ঐতিহ্য হল ট্রাম। ব্রিটিশদের হাতে চালু হায়স এই ট্রাম পরিবেশ বন্ধু বলে পরিচিত। কিন্তু ধীর গতির জন্য এই ট্রাম কলকাতা থেকে প্রায় উঠে গেলেও বেশ কিছু রুটে তা চলছিল। কিন্তু লাকডাউনের জেরে গত ২৩ মার্চ থেকে শহরে ট্রাম চলাচল বন্ধ ছিল। আজ রোববার বিরাশি দিন পর শুরু হল ট্রাম পরিষেবা। আপাতত টালিগঞ্জ থেকে বালিগঞ্জ পর্যন্ত এই পরিষেবা সকাল সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রতি ৪৫ মিনিট পর্যন্ত পাওয়া যাবে। পুরানো ভাড়াতেই চলছে ট্রাম। উঠলেই ছয় টাকা। অর্থাৎ টালিগঞ্জ থেকে রাসবিহারী ভাড়া ৬টাকা। তারপর ভাড়া ৭টাকা। ডিপো থেকে বেরবার আগে প্রতিবার ট্রাম স্যানিটাইজ করা হচ্ছে। চালক ও কনডাক্টর স্বাস্থ্যবিধি মেনে মাস্ক, পিপিই পড়েছেন। যাত্রীদের ক্ষেত্রে মাস্ক পরে উঠতে হবে। যতগুলি সিট ঠিক ততজন যাত্রীই উঠতে পারবেন। ফলে বাসের ঘাটতি মেটাতে ট্রাম অনেক সহায়ক হয়ে উঠবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct