নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে প্রায় পাঁচশ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ সকাল থেকে সেখানে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। শিক্ষার্থীরা শাহবাগে ঢোকার প্রতিটি মোড়ে ব্যারিকেড দিয়ে একটি করে লেন তৈরি করেছে। একেকটি গ্রুপ করে মোড়ে চালকের লাইসেন্স দেখছে তারা। লাইসেন্স থাকলে গাড়ি ছাড়া হছে না থাকলে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীরা প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবর রহমানের গাড়ি আটক করে। এ সময় গাড়িতে মুখ্য সচিব ছিলেন না। শিক্ষার্থীরা দেখে চালকের লাইসেন্সটি মেয়াদোত্তীর্ণ। সেখানে কর্তব্যরত সার্জেন্টকে জানালে তিনি গাড়ির চালকের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন।
এ সময় বাংলাদেশ বর্ডার গার্ডেরও (বিজিবি) দুটি গাড়ি আটকায় শিক্ষার্থীরা। চালকেরা জানায় লাইসেন্স ঘরে আছে। শিক্ষার্থীরা তখন তাদের লাইসেন্স নিয়ে আসতে বলে। দুপুর ১২টার দিকে একটি পুলিশের ভ্যানও আটকানো হয়।
অন্যদিকে সকাল ১০টা থেকে রাজধানীর বিজয় সরণির মোড়ে শিক্ষার্থীরা প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানের লাইসেন্স পরীক্ষা করছে।
সায়েন্স ল্যাবরেটরি মোড় ও নিউমার্কেট এলাকাতেও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতে থাকে শিক্ষার্থীরা।
নিরাপদ সড়কের দাবিতে টানা চার দিন ধরে ঢাকায় ছাত্র বিক্ষোভ হচ্ছে। ঢাকার বিমানবন্দর সড়কে গত রবিবার একটি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে আজ প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct