লকডাউনের পর আজই ভক্ত পুণ্যার্থীদের জন্য খুলছে দক্ষিণেশ্বরে মা ভবতারিনীর মন্দির। সকাল সাত টায় খুলবে মন্দির। তার আগে বৃষ্টি উপেক্ষা করে মন্দির চত্বরে হাজির হয়েছে পুণ্যার্থীরা। মন্দিরের ১৬৫ বছরের ইতিহাসে করোনার কারণে মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ করা হয়েছিল। তারপর ৭৬ দিনের মাথায় খুলল মা ভবতারিনীর মন্দির। তবে বেশ কিছু সুরক্ষাবিধি পার করেই মায়ের দর্শন পাবে পুণ্যার্থীরা। স্কাই ওয়াক দিয়ে প্রবেশের পূর্বে এক দফায় পুণ্যার্থীর শারীরিক তাপমান মাপা হবে। এরপর মন্দির চত্বরে প্রবেশের পর ফের একবার তাপমান মাপা হবে দর্শনার্থীর। তা ৯৮.৬ ডিগ্রি ফারহেনাইটের বেশি হলে দর্শনার্থীকে ফিরিয়ে দেওয়া হবে। যদি তাপমাত্রা স্বাভাবিক হয় তাহলে নির্দিষ্ট সুরক্ষা বলয় পার করে স্যানিটাইজ টানেলের মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। এরপর নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনে কোন রকম ফুল ছাড়া মায়ের গর্ভগৃহের বাইরে থেকে শুধুমাত্র প্রসাদ দিয়ে মায়ের পুজো দিতে পারবে পুণ্যার্থীরা। এ দিন মন্দির চত্বরে হাজির হওয়া প্রত্যেক ব্যক্তি মাস্ক পড়ে হাজির হয়েছে। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী জোড় বিজোড় নিয়ম মেনে ডালা অর্কিড ও স্কাই ওয়াকের দোকান গুলি খোলা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct