দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পাচ্ছেন না জম্মু কাশ্মীরের কগ্রেস নেতারা। জম্মু-কাশ্মীরে কংগ্রেস নেতা অজয় পন্ডিত ভারতীকে (৩৫) গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
গত সোমবার বিকালে বাড়ির বাইরে ঘুরছিলেন কংগ্রেস নেতা অজয় পন্ডিত ভারতী। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয় অজয় ভারতীর।
এদিকে ওই কংগ্রেস নেতাকে খুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শোক প্রকাশ করে বলেন, অনন্তনাগে সরপঞ্চ অজয় পন্ডিতকে খুনের কথা শুনে আমি খুবই দুঃখ পেয়েছি। একজন তৃণমূল স্তরের নেতার ওপর এ ধরনের হামলার ঘটনার তীব্র নিন্দা করি।