৩০ জুলাই জিম্বাবুয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এখনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে রাজধানী হারারের রাস্তায় বিরোধী দলের নেতাকর্মীরা ভাঙচুর ও হাঙ্গামা করছিল। হাঙ্গামায় সেনাবাহিনীর গুলিতে এমডিসি জোটের তিন সমর্থক নিহত হয়েছেন।
বেসরকারি ফলাফলে জয়ী ধরা হচ্ছে প্রেসিডেন্টন এমারসন নানগাগবার জানু-পিএফ পার্টিকে।এমডিসি জোট সমর্থকরা এ ফল ‘পাতানো’ বলে দাবি করে বিক্ষোভ করছিল।
সরকার বলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতেই হারারের প্রাণকেন্দ্রে সেনা মোতায়েন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct