ভারতীয় পেসারদের নিয়ন্ত্রিত স্যুইং এবং অন্য দিকে রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি। পেস ও স্পিনের আক্রমণে বিব্রত ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ।আর তাতেই ভারতীয় বোলিংয়ের সামনে দিশাহারা হয়ে পড়ল ইংল্যান্ড। রুট ৮০ ও জনি বেরিস্টোর ৭০ রানের পাল্টা লড়াই এবং ওপেনার জেনিংসের ৪২ রানের যথাযোগ্য সঙ্গতে ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ করে ৯ উইকেটে ২৮৫ রান তোলে।
এজবাস্টনের শুকনো পিচে পেসারদের ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা কম। স্বাভাবিকভাবেই এমন পিচে টসে জিতে প্রথমে ব্যাট করে নিতে চাইবেন সব অধিনায়কই। অন্য রাস্তায় হাঁটেননি জো রুট। ভারতীয় বোলাররা এদিন ইংল্যান্ড শিবিরে মিলিত আক্রমণ চালালেও রবিচন্দ্রন অশ্বিনকে সামলাতে হিমশিম খেয়েছে রুটরা। দিনের শুরুতে কুককে ফিরিয়ে অশ্বিনই ভারতকে প্রথম সাফল্য এনে দেন। লাঞ্চের পর ইংল্যান্ডের টপঅর্ডারে শামি জোড়া ধাক্কা দেন। চা পানের বিরতির পর রুট দুর্ভাগ্যজনক রানআউট হতে ইংল্যান্ড ইনিংসে ধ্বস নামান অশ্বিন। তিনি একাই তুলে নেন ৪ উইকেট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct