মুক্তিপণের ৫০ লাখ টাকা দাবিতে নুরুজ্জামান বাবু (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর হত্যা করেছে অপহরণকারীরা। সকালে পুড়াখালী বাঁওড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটকদের স্বীকারোক্তিতেই পুড়াখালি বাঁওড়ের কচুরিপানার নিচ থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, নুরুজ্জামান বাবু অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের বাসিন্দা। তিনি অভয়নগরের ধোপাদি এসএস কলেজের বাণিজ্য বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। যশোরের অভয়নগরে তিনদিন আগে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই শিক্ষার্থীকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, গত ১ জুন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন নুরুজ্জামান বাবু। পরে অজ্ঞাত দুর্বৃত্তরা নুরুজ্জামানের পিতার কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দবি করে ফোন করে। এ ব্যাপারে ২ জুন নুরুজ্জামানের পিতা অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্ত করে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করে। তারা হলেন অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের রিফাত আহমেদ ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের আব্দুর রাজ্জাক। আটক দুজন নুরুজ্জামানকে অপহরণের কথা স্বীকারের লাশ উদ্ধার করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct