আমেরিকার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসকে পাগলা কুকুর বলে সম্বোধন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিম ম্যাটিসের সমালোচনায় ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, 'আগের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার নিজের মধ্যে একমাত্র মিল হল, তারা দুজনেই ম্যাটিসকে বরখাস্ত করেছেন। ম্যাটিসের আগের ডাকনাম ছিল 'বিশৃঙ্খলা', আমি সেটি পাল্টে 'পাগলা কুকুর' রেখেছিলাম। ম্যাটিস বিশ্বের সেই জেনারেলদের একজন, যাকে যোগ্যতার চেয়েও বেশি দাম দেওয়া হয়েছে।' ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে মুখ বন্ধই রেখেছিলেন জিম ম্যাটিস। অনেক চেষ্টা করেও মার্কিন সংবাদমাধ্যমগুলো তার মুখ খোলাতে পারেনি। তিনি বার বার জানিয়েছেন, তাঁর যা বলার ছিল পদত্যাগপত্রে তা বলেছেন। কিন্তু গত ২৫ মের পর থেকে শুরু হওয়া বর্ণবাদবিরোধী আন্দোলন দমনে ট্রাম্পের বিতর্কিত আচরণে চুপ থাকতে পারেননি ম্যাটিস। এক প্রতিক্রিয়ায় ৬৯ বছর বয়সী প্রাক্তন জেনারেল ম্যাটিস বলেছেন, 'তার জীবনে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি আমেরিকানদের মধ্যে একতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন না। করার ভানও করছেন না। তিনি বরং বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct