বাল্য বিয়ের আয়োজন করায় মানিকগঞ্জে ভ্রাম্যমাণ আদালতেবর রনি আহমেদকে ১ মাস, কনের বাবা দেলোয়ার হোসেনকে ৬ মাস ও কাজীর সহকারী মামুনুর রশিদকে ৬ মাসের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সদর থানার নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই আদেশ দেন। মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ঢাকা জেলার ধামরাই উপজেলার নৌগাঁও গ্রামের রনি আহমেদের (২২) সাথে একই উপজেলার গোয়ালদি গ্রামে ১২ বছর বয়সী একটি শিশুর বিয়ের আয়োজন করে পরিবারের লোকজন। ওই কনেকে এফিডেফিট করে প্রাপ্ত বয়স্ক দেখানো হয়। আজ দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে একটি মাইক্রোবাসের ভিতরে বাল্য বিয়ে আয়োজন করে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার পুলিশ সেখানে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct