লকডাউনের সময় ভিসা নীতিমালা লঙ্ঘন করার দায়ে ভারতে আসা ২৫৫০ বিদেশি তাবলিগ জামাত সদস্যকে আগামী দাশ বছর এ দেশে ধোকা নিষিদ্ধ করল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়েছে কালো তালিকাভুক্ত এই সব বিদেশি তাবলীগীকে আগামী ১০ বছর তাদেরকে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না।
গত মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে তাবলিগ জামাতের ইজতেমায় ওইসব বিদেশি এসেছিলেন। করোনা সংক্রমণ ঠেকাতে ২৪ মার্চ ভারত জুড়ে লকডাউন শুরুর সময়ও সেখানে বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার মানুষের অবস্থান ছিলো। মারকাজ নিজামুদ্দিনে অবস্থানরতদের অনেকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর মারকাজের শীর্ষ করতে মাওলানা সা’দসহ তাবলিগ নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা হয়।
অন্যদিকে, এপ্রিল মাসেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে তাবলিগ জামাতের ৯৬০ সদস্যকে তালিকাভুক্ত করে তাদের ভিসা নিষিদ্ধ করা হয়। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন রাজ্য সরকারের কাছে দেশজুড়ে মসজিদ এবং ধর্মীয় মাদ্রাসায় অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিবরণ সংগ্রহের পর স্বরাষ্ট্রমন্ত্রণালয় ২৫৫০ জনকে নিষিদ্ধ করার নতুন পদক্ষেপ নিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct