দেশে বেড়ে চলেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার লকডাউন শিথিল করে এক আইনজীবী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন। সেই মামলার শুনানি আজ শুক্রবার। চতুর্থ দফার লকডাউন তুলে ভারত সরকার গোটা দেশে জারি করে আনলক ওয়ান (পঞ্চম দফা)। ১ জুন থেকে শুরু হয় আনলক ওয়ান। এই ব্যবস্থায় বহু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। আনলক ওয়ানের জেরে কার্যত শিকেয় উঠেছে কড়াকড়ির লকডাউন।
মামলাটি করেছেন, আইনজীবী আনিন্দ্য সুন্দর দাস কলকাতা হাইকোর্টে দায়ের করেছে একটি জনস্বার্থ মামলা। তিনি তাঁর আবেদনে বলেছেন, ৭০ দিন একটানা করোনার লকডাউনের পর কেন্দ্রীয় সরকার আনলক-ওয়ান ঘোষণার পাশাপাশি বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছে। এর ফলে এখন প্রায় সব কিছুই স্বাভাবিকভাবে চলা শুরু হয়েছে। কিন্তু এই আনলক ওয়ান বহাল হওয়ার পর বেড়ে গেছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। আবেদনকারী দাবি করেন, আনলক ওয়ান নিয়ে সংশয়ে দেশের বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। যেখানে লকডাউন চলাকালেই বহু জায়গায় মানুষ তা অমান্য করে রাস্তায় নেমেছে, মাস্ক না পরে ঘুরে বেড়িয়েছে, সামাজিক দূরত্ব মানেনি, প্রশাসনিক নির্দেশ উপেক্ষা করেছে, সেখানে আনলক ওয়ান সাধারণ মানুষের আরও ক্ষতি করেছে। যেখানে বিশেষজ্ঞরা বলেছেন, জুন মাসে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে, সেখানে জুন মাসেই লকডাউন তুলে নেওয়া হলো। তাই এ ব্যাপারে তিনি আদালতের হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ রাধাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চে আজ শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct